ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে যে কেবল মধ্যপ্রাচ্য অঞ্চলে উদ্বেগ দেখা দিয়েছে তাই নয়, গোটা বিশ্বই উদ্বিগ্ন।
বিদেশী তেল ট্যাংকারে ওমান উপসাগরে সাম্প্রতিক আক্রমণ এবং অতি সম্প্রতি হরমুজ প্রণালী অঞ্চলে ইরান যে যুক্তরাষ্ট্রের একটি বিমান ভূপতিত করে, তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাল্টা আক্রমণের সম্ভাবনা এবং সে নিয়ে সিদ্ধান্তহীনতা এ সব কিছুই গোটা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
এ নিয়েই জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।