বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যাতে কোনক্রমেই মোবাইল ফোন ব্যবহার করতে না পারেন এবং মোবাইলে ইন্টারনেট সুবিধা না পান - তা নিশ্চিতে বাংলাদেশ সরকার বিশেষ তদারকী কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে বেশকিছু ব্যবস্থাও নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
অনেক রোহিঙ্গা কিভাবে বাংলাদেশী পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, বাংলাদেশ কর্তৃপক্ষ ২ সেপ্টেম্বর রোহিঙ্গাদের মোবাইল ফোন ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা এবং ১১ সেপ্টেম্বর মোবাইলের ইন্টারনেট সেবা বন্ধে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে 3G এবং 4G সেবা বন্ধ করে দিয়েছে।
এদিকে, ৯ সেপ্টেম্বর থেকে জেনেভায় শুরু হওয়া ৪২তম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল-এ জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার মিশেল বাসেলে বলেছেন, মিয়ানমারের রাখাইনে নতুন করে শুরু হওয়া সংঘাত এবং মানবাধিকার লংঘনের ঘটনাবলী রোহিঙ্গা প্রত্যাবাসনকে কঠিন করে তুলেছে। কাউন্সিল ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।