অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ কর্তৃপক্ষ ২ সেপ্টেম্বর রোহিঙ্গাদের মোবাইল ফোন ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে


বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যাতে কোনক্রমেই মোবাইল ফোন ব্যবহার করতে না পারেন এবং মোবাইলে ইন্টারনেট সুবিধা না পান - তা নিশ্চিতে বাংলাদেশ সরকার বিশেষ তদারকী কার্যক্রম শুরু করেছে। এ লক্ষ্যে বেশকিছু ব্যবস্থাও নেয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শুক্রবার ঢাকায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

অনেক রোহিঙ্গা কিভাবে বাংলাদেশী পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তাও খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্লেখ্য, বাংলাদেশ কর্তৃপক্ষ ২ সেপ্টেম্বর রোহিঙ্গাদের মোবাইল ফোন ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা এবং ১১ সেপ্টেম্বর মোবাইলের ইন্টারনেট সেবা বন্ধে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে 3G এবং 4G সেবা বন্ধ করে দিয়েছে।
এদিকে, ৯ সেপ্টেম্বর থেকে জেনেভায় শুরু হওয়া ৪২তম জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল-এ জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার মিশেল বাসেলে বলেছেন, মিয়ানমারের রাখাইনে নতুন করে শুরু হওয়া সংঘাত এবং মানবাধিকার লংঘনের ঘটনাবলী রোহিঙ্গা প্রত্যাবাসনকে কঠিন করে তুলেছে। কাউন্সিল ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG