অ্যাকসেসিবিলিটি লিংক

ইসি গঠনে রাষ্ট্রপতির ন্যায়সঙ্গত উদ্যোগের প্রতি আওয়ামী লীগের পূর্ণ আস্থা আছে: ওবায়দুল কাদের


নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগের প্রতি আওয়ামী লীগের পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতাসীন দলের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এমন মন্তব্য করে বলেন, রাষ্ট্রপতির সঙ্গে তাদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, প্রতিনিধি দল আওয়ামী লীগের প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেছে।

বর্তমান ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হয়ে যাবে। এ প্রেক্ষাপটে নতুন ইসি গঠনের জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেন। এর অংশ হিসেবে রাষ্ট্রপতি সর্বশেষ বৈঠকটি করলেন আওয়ামী লীগের সঙ্গে।

গত ১৮ই ডিসেম্বর বিএনপি'র সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ আলোচনা শুরু হয়। রাষ্ট্রপতি এ পর্যন্ত ২২টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG