বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পণ্যবাহী কার্গো বিমান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে বলে জানান বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো নিরাপত্তা ব্যবস্থার সার্বিক উন্নতির ফলে এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
গত ১৯ শে ডিসেম্বর অস্ট্রেলিয়া নিরাপত্তাজনিত কারনে ঢাকা থেকে সরাসরি সকল কার্গো বিমানের সেদেশে অবতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে নিষেধাজ্ঞা শিথিলের পর এসব কার্গো বিমান তৃতীয় দেশ হয়ে অস্ট্রেলিয়া যাবে বলে মন্ত্রী জানান।
যুক্তরাজ্যের আরোপ করা এ ধরনের নিষেধাজ্ঞা বহাল আছে জানিয়ে তিনি বলেন, আমরা কাজ করছি এবং আশা করি খুব দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে। ঢাকা থেকে জহুরুল আলম।