অ্যাকসেসিবিলিটি লিংক

অর্থমন্ত্রী এএম মুহিত আগামী অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বিশাল এক বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন


বাংলাদেশের জাতীয় সংসদ
বাংলাদেশের জাতীয় সংসদ

অর্থমন্ত্রী এএম মুহিত বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থাৎ আগামী অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বিশাল এক বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন। প্রস্তাবিত বাজেট বিদায়ী অর্থবছরের মূল বাজেটের তুলনায় ১৫ শতাংশ বেশী। এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার কোটি টাকা এবং ঘাটতি ধরা হয়েছে ৯৭ হাজার ৯শ কোটি টাকা। অর্থমন্ত্রী মূল্যস্ফীতি কমিয়ে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন। বাজেটে প্রস্তাবিত কর ও শুল্কের কারণে গাড়ি, স্বর্ণ, রূপা, তামাক জাতীয় পণ্যের দাম এবং মোবাইল ফোনের ব্যবহার ব্যয় বাড়বে। আর কৃষি খাতের যন্ত্রপাতি, মোটর সাইকেল, এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কমবে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় দেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রতিবন্ধক হিসেবে স্থানীয় শাসন ব্যবস্থাকে দায়ী করেছেন।

এ বিষয়ে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG