বাংলাদেশে ইভিএম-এর পক্ষেই সায় দিয়েছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। অবশ্য অনেকটা নাটকীয়ভাবে আপত্তি জানিয়ে এ সম্পর্কিত বৈঠক থেকে ওয়াক আউট করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। পাঁচ সদস্যের কমিশনের চারজনই ইভিএম-এর মাধ্যমে সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেন।
ইভিএম নিয়ে বিরোধী রাজনৈতিক মহলে দ্বিমত রয়েছে। বিরোধী বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের কথা, এটা নির্ভরযোগ্য কোন পদ্ধতি নয়। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে এটা ব্যর্থ প্রমাণিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনে বৈঠক শুরু হওয়ার আধাঘণ্টার মধ্যেই দ্বিমত পোষণ করে ওয়াক আউট করেন মাহবুব তালুকদার। এরপর তিনি ব্যক্তিগত স্টাফের মাধ্যমে নোট অব ডিসেন্ট পাঠিয়ে দেন। এতে তিনি লিখেছেন, সর্বসম্মত রাজনৈতিক মতের বিরুদ্ধে ইভিএম ব্যবহার হলে তা নিয়ে আদালতে অনেক মামলার সূত্রপাত হবে। অন্যান্য কারণ ছাড়া কেবল ইভিএম ব্যবহারের কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। মাহবুব তালুকদার বলেন, নির্বাচন আয়োজনে কর্মকর্তাদের যে প্রশিক্ষণ দেয়া হচ্ছে তাও ইভিএম ব্যবহারের অনুকূলে নয়।
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাংবাদিকদের বলেন, স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করে সফলতা পাওয়া গেছে। সংসদের জন্য প্রয়োজনীয় আইনগত সংস্কার হলে সংসদে ব্যবহারের ক্ষেত্র তৈরি হবে।
মাহবুব তালুকদারের নোট অব ডিসেন্ট প্রসঙ্গে নুরুল হুদা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।