বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কয়েকটি পত্রিকায় একটি বিদেশী সংস্থার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশে ৩০ লক্ষ পোশাক শিল্প শ্রমিক নিরাপত্তা ঝুকিতে রয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সৈবো মিথ্যা। পত্রিকা সমুহের প্রতিবেদনে যে সংস্থাটির উদ্ধৃতি দেয়া হয়েছে তা হচ্ছে নিউইয়র্ক ইউনিভার্সিটির স্টার্নস সেন্টার ফর বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস । সংস্থাটির ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ৭ হাজার কারখানা রয়েছে যার ৫১ লক্ষ শ্রমিকের মধ্যে ৩০ লক্ষ শ্রমিক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন । তোফায়েল আহমেদ সোমবার সাংবাদিকদের বলেন যে সংস্থাটি প্রতিবেদনটি প্রকাশ করেছে তার নাম তিনি এর আগে কখনো শোনেননি । বাণিজ্যমন্ত্রী বলেন রানা প্লাজা ধসের পর বাংলাদেশের ভাবমূর্তির যে সমস্যা হয়েছিল আস্তে আস্তে তা কেটে গেছে । এদিকে, পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বি জি এম ই এ গবেষণা প্রতিবেদনটিকে বিভ্রান্তিকর বোলে মন্তব্য করে একে প্রত্যাখ্যান করেছে । বি জি এম ই এ বলেছে প্রতিবেদনের অনেক তথ্যই সঠিক নয় এবং এটা দেশের পোশাক শিল্পের চিত্রও নয় । জহুরুল আলমের রিপোর্ট: