অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতে রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের ভূমিকা প্রশংসনীয়


ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ভারতে নিযূক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

আগরতলায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন ১৯৭৪ সালের পর এই প্রথম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক অগ্রগতি হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে শিল্প ও বানিজ্যের সম্ভাবনা আরো বেড়েছে। ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদুৎ সরবরাহ হচ্ছে। দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে সড়ক ও রেলপথ সম্প্রসারনও হয়েছে।

একই সঙ্গে তিনি জানান, বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী সন্ত্রাসবাদী কার্যকলাপ প্রশ্রয় দেওয়া হবে না। এই বিষয়ে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG