বাংলাদেশের সাথে ভারত তিস্তা নদীর পানিবন্টন চুক্তি না করায় ঢাকা তীব্র উদ্বেগ জানিয়েছে। বুধবার ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা, মন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাৎকালে ওবায়দুল কাদের ওই উদ্বেগের কথা জানান।
ওবায়দুল কাদের পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেয়াদকালেই তিস্তা চুক্তি স্বাক্ষরিত হবে বলে তারা আশাবাদী।
ভারতীয় রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে অঙ্গীকার করেছেন- ভারত সরকার তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ঢাকা থেকে আমীর খসরু।