অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বাংলাদেশকে রক্ষায় সরকারের পাশাপাশি সক্রিয় হতে হবে মানুষকেও


বিশ্বব্যাপী জলবায়ু এবং আবহাওয়ার যে পরিবর্তন ঘটছে তার বিরূপ প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে বাঁচানোর প্রক্রিয়ায় সরকারের পাশাপাশি মানুষকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশবাদীরা।

শুক্রবার ঢাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাপা এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক আয়োজিত বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা এবং বাংলাদেশের স্থায়িত্বশিলতা শীর্ষক এক সম্মেলনে বক্তারা এমন মন্তব্য করেন।

সম্মেলনে বাপা সভাপতি আব্দুল্লাহ আবু সাইয়িদ বলেন, দেশেকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচাতে আবহাওয়া এবং পরিবেশকে রক্ষা করতে হবে।

সম্মেলনে বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয় যখন বক্তারা বলেন, দীর্ঘ মেয়াদী এই পরিকল্পনাটির বাস্তবায়ন শুরু হলে ২০৩০ সাল নাগাদ দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ২ থেকে ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG