অ্যাকসেসিবিলিটি লিংক

নুসরাতকে হত্যার ঘটনায় অভিযুক্ত সকলের মৃত্যুদণ্ড চেয়েছে পিবিআই


বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী জেলার সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই।

মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে পিবিআই এর প্রধান উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার জানিয়েছেন ঘটনায় অভিযুক্ত প্রত্যেকের সুনির্দিষ্ট ভূমিকার উল্লেখ করে মামলার চূড়ান্ত অভিযোগ পত্র প্রস্তুত করা হয়েছে যাতে ঐ মামালার অভিযুক্ত ১৬ জনের প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। তিনি আগামীকাল বুধবার আদালতে মামলার অভিযোগ পত্র জমা দেওয়ার কথা জানিয়েছেন।

পিবিআই প্রধান বলেন, অভিযোগ পত্রে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে আসামি করা হচ্ছে নুসরাতকে হত্যার ‘হুকুম দাতা’ হিসেবে। অন্য ১৫ জন আসামীর মধ্যে রয়েছেন মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমীন এবং সোনাগাজীর পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাকসুদ আলম।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG