অ্যাকসেসিবিলিটি লিংক

শহীদুল আলমের জামিন প্রশ্নে রুল জারি


আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটো সাংবাদিক ড. শহীদুল আলমকে কেন জামিন দেয়া হবে না এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবর রহমানের হাইকোর্ট বেঞ্চ থেকে এক সপ্তাহের মধ্যে রাষ্ট্র পক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের সময় ড. শহীদুল আলম আল-জাজিরায় এক সাক্ষাতকার দিয়ে সরকারের সমালোচনা করেছিলেন। এরপর তাকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হয়। শুনানিতে ড. শহীদুল আলমের আইনজীবী ব্যারিস্টার সারাহ হোসেন বলেন, যে ৫৭ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ধারাটি ইতোমধ্যেই কবরের দিকে চলে গেছে। এটা যে একটি কালো আইন সেটা তথ্যমন্ত্রী, আইনমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীগণ কবুল করেছেন। এ আইনটিকে সমাহিত করার মধ্য দিয়ে আরেকটি আইন যা ডিজিটাল নিরাপত্তা আইন হিসেবে পরিচিত তা সংসদে ইতোমধ্যেই পাস হয়েছে।

জামিনের বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তিনি বিদেশী সংবাদ মাধ্যমে সাক্ষাতকার দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রুল জারি করেন।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG