অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়ার বগুড়ার ১টি আসনে বিএনপি মহাসচিব মনোনয়নপত্র জমা দিয়েছেন


বাংলাদেশে ভোট উৎসবের আর বাকি মাত্র ৩১ দিন। বুধবার মনোনয়নপত্র জমা দেয়ার পর উৎসব জমে উঠেছে হয়েছে। হাজার হাজার প্রার্থী জোট, মহাজোটে বিভক্ত হয়ে লড়াই জমিয়ে তুলেছেন। মনোনয়নপত্র জমা দিয়েছেন বিপুল সংখ্যক প্রার্থী। ৮ই ডিসেম্বর জানা যাবে কারা কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বেগম খালেদা জিয়ার বগুড়ার ১টি আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ক্ষমতাসীন ১৪ দলের শরিকদেরকে ১৩টি আসন দিয়েছে আওয়ামী লীগ। নিবন্ধনহীন জামায়াতে ইসলামীর ২৫ জন প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এইচ টি ইমামের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়। এরপর জানানো হয়, যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক দল পাঠাবে। ফ্রান্স, ডেনমার্কও পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে।

নির্বাচন করার জন্য ২২ জন উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করেছেন। মনোনয়নপত্র জমা দেননি বিএনপি'র তিন নেতা আব্দুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন্নবী খান সোহেল। এর মধ্যে সোহেল কারাগারে রয়েছেন। ঢাকা-৭ এর বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন খোকন মনোনয়নপত্র জমা দেয়ার পর নিখোঁজ রয়েছেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর মুন্সীগঞ্জে বিএনপি'র দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শরিয়তপুরে বিএনপি'র একজন প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার পর হামলা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG