বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের প্রত্যাবাসন ত্বরান্বিত করার লক্ষ্যের কথা জানিয়ে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাঠানোর ঘোষণা দিয়েছে মিয়ানমার।
সংবাদ মাধ্যম জানিয়েছে, জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের আলোচনায় মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি হাও দো সুয়ান ঐ ঘোষণা দেন। রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে কি ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে তা রোহিঙ্গাদের সরেজমিনে জানাতে এবং বোঝাতে মিয়ানমারের ঐ প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চায়। তবে বাংলাদেশকে মিয়ানমার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানায়নি বলে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, রাখাইনে মানবাধিকার লংঘনের অভিযোগ তদন্তে ও তথ্য-উৎপাত্ত সংগ্রহে মিয়ানমারের নেত্রী অং সান সুচি নির্দেশে গঠিত ইনকোয়ারি কমিশন বাংলাদেশে আসার কথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেছেন, মিয়ানমারের পক্ষ থেকে এ বিষয়ে তাদের কিছু জানানো হয়নি।