অ্যাকসেসিবিলিটি লিংক

আইএস ও আল-কায়েদা'র সঙ্গে সম্পৃক্ততা নেই সিঙ্গাপুর ফেরত ২৬ জন বাংলাদেশীর


বাংলাদেশের পুলিশ বলছে, ইসলামিক স্টেট বা আইএস এবং আল-কায়েদা'র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে সিঙ্গাপুর থেকে যে ২৬ জন বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হয়েছে, তাদের কারোরই ওই দুই আন্তর্জাতিক জঙ্গী সংগঠনের সঙ্গে কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তবে ২৬ জনের মধ্যে ১৪ জনের বাংলাদেশী জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সাথে সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিঙ্গাপুর থেকে যাদের ফেরত পাঠানো হয়েছে, তাদের ব্যাপারে তদন্ত চলছে। মন্ত্রী বলেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষ কি বলেছে তা আমাদের বিচার্য বিষয় নয়। আমরা আমাদের বিধিবিধান ও আইন মোতাবেক ব্যবস্থা নিচ্ছি।

এদিকে, আনসারুল্লাহ বাংলা টিমের নামে এক চিঠিতে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তিনজন সংসদ সদস্যসহ নাটোরের ২১ জন বিশিষ্টজনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার নাটোর প্রেসক্লাবে ওই চিঠি পাঠানো হয়। প্রতিমন্ত্রী জানিয়েছেন, তিনি আইন শৃংখলা রক্ষাবাহিনীকে বিষয়টি জানিয়েছেন। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG