অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিলম্বিত পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ


বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতিসংঘ মহাসচিবের সাথে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক বৈঠক করে রোহিঙ্গা সংকটের হালনাগাদ তথ্য তুলে ধরেছেন। বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়া এবং বিলম্বিত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ে যাওয়ার ওআইসির উদ্যোগ এবং প্রত্যাবাসনে মিয়ানমারের অসহযোগিতার প্রসঙ্গ উত্থাপন করেন। শাহরিয়ার আলম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিষয়ক আন্ডার সেক্রেটারির সাথেও বৈঠক করেছেন।

এদিকে, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ হাজার নিষিদ্ধ মাদক ট্যাবলেট ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। বিমানবন্দরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আলমগীর হোসেন এই তথ্য জানিয়েছেন। গেল কিছুদিনে রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ার ঘটনা বেড়েই চলেছে।

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00

XS
SM
MD
LG