অ্যাকসেসিবিলিটি লিংক

সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য পরীক্ষা বর্জন  করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীরা


সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের প্রজ্ঞাপন রোববার বিকেলে অফিস ছুটির আগে জারি করা না হলে সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোববার এক সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সরকার এ বিষয়ে কোন প্রজ্ঞাপন জারি করে নাই।

এর আগে প্রধানমন্ত্রীর কোটা বাতিলের ঘোষণা বাস্তবায়বের জন্য প্রজ্ঞাপন জারির দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে রোববার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপি শিক্ষার্থীরা ধর্মঘট পালন ছাড়াও মানব বন্ধন ও বিক্ষোভ করেছে । ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের দীর্ঘদিন লাগাতার আন্দোলনের এক পর্যায়ে গত ১১ই এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG