'খাদ্য-নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও' এই স্লোগানেই পালিত হল এবারের বিশ্ব খাদ্য দিবস ২০১৭। পুষ্টির সবচেয়ে মূল উপাদান হচ্ছে খাদ্য। শিশু থেকে শুরু করে গর্ববতী অবস্থায় মায়ের পুষ্টিগুণ বজায় রেখে খাদ্য গ্রহন করা উচিত। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কাম্রুল ইসলাম এমপি। তিনি বলেন- মানুষকে শুধু খাদ্য নিরাপত্তা দিলেই হবেনা মানুষের যে মৌলিক অধিকার যেমন পুষ্টিকর খাদ্যের যে অধিকার সেটা নিশ্চিত করতে বর্তমান সরকার সচেষ্ট। অনুষ্ঠানে উপস্থিত ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডিপেন ভট্টাচার্য বলেন-বিশ্বের এখনও ৮০ কোটি মানুষ পর্যাপ্ত খাবার পায়না। শুধু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করলেই হবে না, পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য নিশ্চিত করতে হবে। তবেই ২০১৭ এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। নাসরিন হুদা বিথী