শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলেও পালিত হয়েছে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেয়। সকাল থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এসময় স্বাধীনতার সুফল পাওয়া না পাওয়ার নানা দিক নিয়ে কথা বলেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন ১৫০ফিট দৈর্ঘ এবং ৯০ ফিট প্রস্থ্য একটি জাতীয় পতাকা করে। সাবেক এসব শিক্ষার্থীদের দাবী পতাকাটি বাংলাদেশের সবচেয়ে বড়।