অ্যাকসেসিবিলিটি লিংক

যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সরকারের এজেন্ট স্যাবোটিয়ার্সরা-বিএনপি


বাংলাদেশের সরকার বিরোধী রাজনৈতিক দল বিএনপি অভিযোগ করেছে তাদের ঘাড়ে দায় চাপাতে ঢাকায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সরকারের এজেন্ট স্যাবোটিয়ার্সরা।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির শুক্রবার ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে এমন অভিযোগ করে বলেছেন বিএনপি ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে সরকারের এজেন্টদের বাস পোড়ানোর বিষয়ে বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেছেন বিএনপি তাদের নীলনকশা অনুযায়ী ভোটের দিন রাজধানীতে বাসে আগুন দিয়ে নাশকতা করেছে।

ঊল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকায় জাতীয় সংসদের একটি আসনের উপ-নির্বাচন চলাকালে শহরের বিভিন্ন স্থানে অন্তত ৯টি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পুলিশ জানিয়েছে বাস পোড়ানোর ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় নয়টি মামালা দায়ের করা হয়েছে এবং এ পর্যন্ত অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।



XS
SM
MD
LG