যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে সিআইএ ‘র সেই রিপোর্ট সম্পর্কে তাঁকে অবহিত করা হয়নি যাতে বলা হয়েছে সৌদি সাংবাদিক খাশোগজির হত্যার আদেশ দিয়েছিলেন যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। তবে ট্রাম্প বলেন তাঁকে আজ দিনে আরো পরের দিকে এ ব্যাপারে অবহিত করা হবে।
ক্যালিফোর্নিয়ার ফ্লাইটে ওঠার আগে , হোয়াইট হাউজে সংবাদদাতাদের ট্রাম্প বলেন আমরা সিআইএ এবং আরও অনেকের সঙ্গেই কথা বলবো, সেটা আমি বিমানে বসেই করবো। আমি পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে ও কথা বলবো।
দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা শুক্রবার প্রথম সিআই এ‘র মূল্যায়ন প্রকাশ করে যা সৌদি আরবের বক্তব্যের বিরোধী । সে দেশের শীর্ষ সরকারি কৌশুলি এর একদিন আগেই সাংবাদিক জামাল খাশোগজির হত্যার সঙ্গে যুবরাজকে সংশ্লিষ্টতা থেকে রেহাই দেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে সিআইএ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সৌদি আরবের ১৫ জন চর , সৌদি সরকারের বিমানে করে ইস্তাম্বুলে এসে , সৌদি কনসুলেটে খাশোগজিকে হত্যা করে।
দ্য ওয়াশিংটন পোস্ট বলেছে সিআই একাধিক গোয়েন্দাসুত্রের উপর ভিত্তি করে এই উপসংহারে পৌঁছেছে যার মধ্যে রয়েছে খাশোগজিকে যুবরাজোর ভাই খালিদ বিন সালমানের ফোন করার বিষয়টি। খালিদ বিন সালমান হচ্ছেন যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত। ঐ টেলিফোন আলাপে খালিদ খাশোগজিকে বলেছিলেন যে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে যাওয়াটা নিরাপদ। তবে খালিদ এক টুউট বার্তায় খাশোগজির সঙ্গে ফোনালাপের কথা অস্ভীকার করেছেন।