অ্যাকসেসিবিলিটি লিংক

আল জাজিরা বন্ধ নয় কনটেন্ট সরাতে বললেন আদালত


বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধের আর্জিতে সায় দেননি আদালত। তবে আদালত বাংলাদেশ টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে এই নেটওয়ার্কের বহুল আলোচিত 'অল দ্য প্রাইম মিনিস্টার'স মেন' শীর্ষক তথ্যচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। ১লা ফেব্রুয়ারি এক ঘণ্টাব্যাপী এই তথ্যচিত্রটি প্রচারিত হয়। যা ইতিমধ্যেই কেবলমাত্র উক্ত গণমাধ্যমের ইউটিউব চ্যানেলেই ৬৮ লাখ দর্শক অবলোকন করেছেন। তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবাদ জানায় আন্তবাহিনী জনসংযোগ দপ্তর। সেনাপ্রধান জেনারেল আজিজও এর প্রতিবাদ জানান। এ নিয়ে বিতর্কের মধ্যে বিষয়টি যায় উচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবীর গত ৮ই ফেব্রুয়ারি বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এতে তিনি বলেন, প্রতিবেদনটি বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও মানহানিকর। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ নিয়ে তিনদিন শুনানি হয়। আদালত দেশের শীর্ষস্থানীয় ছয়জন আইনজীবীর মতামত নেন। আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী, কামাল উল আলম ও ড. শাহদীন মালিক আল জাজিরা বন্ধের বিপক্ষে মত দেন। তারা বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধে যে কোনো সিদ্ধান্ত বাক-স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে কলঙ্কিত করতে পারে। যা কিনা আমাদের প্রচলিত আইনও সমর্থন করে না। অ্যামিকাস কিউরি আব্দুল মতিন খসরু তথ্যচিত্রটি অপসারণের পক্ষে যুক্তি হাজির করেন। বলেন, রিট আবেদনকারী ব্যক্তিগত ও জাতীয়ভাবে সংক্ষুব্ধ। কারণ এতে প্রধানমন্ত্রী, সেনাবাহিনী ও দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের ওপর আঘাত করা হয়েছে। প্রয়োজন মনে করলে তথ্যচিত্রটি অপসারণের নির্দেশনা দিতে পারেন আদালত।

please wait

No media source currently available

0:00 0:02:11 0:00
সরাসরি লিংক

বুধবার অনুষ্ঠিত সর্বশেষ শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, রিট আবেদনকারীর মামলা করার অধিকার রয়েছে। আল জাজিরার এই তথ্যচিত্রে বাংলাদেশকে মাফিয়া রাষ্ট্রের তকমা দেয়ার চেষ্টা করা হয়েছে। এতে বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তাই যে কারো প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। দেশের সীমানার মধ্যে যে কোনো কনটেন্ট আটকানোর কর্তৃত্ব বিটিআরসির রয়েছে। আদালত যুক্তিতর্ক শেষে আল জাজিরার তথ্যচিত্রটি অপসারণের আদেশ দেন।

ওদিকে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানিয়েছেন, ইতিমধ্যেই ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে আল‍ জাজিরায় প্রচারিত কন্টেন্ট সরানোর বিষয়ে অনুরোধ করা হয়েছে।

XS
SM
MD
LG