অ্যাকসেসিবিলিটি লিংক

সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী এবং ছেলেকে খালাস দিয়েছে আদালত


যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদন্ডে দন্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের মামলায় তার আইনজীবীসহ ৫ আসামীর বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা হয়েছে। আদালত তার স্ত্রী এবং ছেলেকে খালাস দিয়েছে। সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল বৃহস্পতিবার এই রায় দিয়েছে।

সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামকে ১০ বছর কারাদন্ড এবং একই সাথে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে। বাকি আসামীদের প্রত্যেককে ৭ বছর করে কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে। মামলার রায়ের পরে রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী বলেছেন, তারা রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরে আপিলের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর জেল ও জরিমানার দন্ডাদেশ প্রাপ্তদের আইনজীবী এই রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

এদিকে, গণজাগরণ মঞ্চের প্রধান ডা. ইমরান এইচ সরকার বলেছেন, এই খালাস খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দন্ডাদেশ ঘোষণা করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সে দিন সকালেই জনাব চৌধুরীসহ তাদের পক্ষ থেকে রায়ের খসড়া কপি প্রদর্শনের পরে এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছিল। ...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG