অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে উপজাতি প্রতিপক্ষ গ্রুপের মধ্যে গোলা গুলিতে অন্তত ২ জন নিহত


বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় শুক্রবার ভোরে উপজাতি প্রতিপক্ষ গ্রুপের মধ্যে গোলা গুলিতে অন্তত দুই ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম রামসুপারি পাড়ায় ঘটনাটি ঘটেছে। পার্বত্য চট্টগ্রাম এলাকার আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর সাংগঠনিক সম্পাদক সচল চাকমা এক বিবৃতিতে নিহত দুই ব্যক্তিদেরকে ইউপিডিএফ এর কর্মী বলে দাবি করেছেন। দলটির পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের জন্য অপর একটি আঞ্চলিক রাজনৈতিক দল সংস্কার পন্থী জনসংহতি সমিতিকে দায়ী করা হয়েছে।

পুলিশ নিহত ব্যক্তিদের রামসুপারি পাড়ার অধিবাসী আকর্ষণ চাকমা ও সুমন চাকমা বলে শনাক্ত করেছে। তবে পুলিশ শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। শুক্রবারের এ হত্যাকাণ্ডের পর এনিয়ে চলতি বছরের মে মাস থেকে এ পর্যন্ত পার্বত্য অঞ্চলে প্রতিপক্ষ আঞ্চলিক দল গুলোর অন্তঃকলহের জেরে অন্তত ২৪ জন উপজাতি নিহত হয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

XS
SM
MD
LG