অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ


বাংলাদেশে অস্ত্রসহ গ্রেফতার হওয়া ৬ নেতা-কর্মীর মুক্তির দাবিতে রোববার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি শুরু করে ছাত্রলীগ। এসময় বিক্ষুব্ধ কর্মীরা প্রধান গেইটে তালা ঝুলিয়ে দেয়।

সকাল ১১টার দিকে তালা খুলতে গেলে পুলিশের সাথে ছাত্রলীগের নেতা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে, এতে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ছাত্রলীগও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনস্থলে পুলিশসহ আহত হয় ৭জন। ছাত্রলীগের অভিযোগ বিনা উস্কানীতে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহনের কথাও জানান তিনি।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG