অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনায় মৃত্যু ৭ হাজার ছাড়াল


বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের টিকা বিতরণে একটি সমন্বিত পরিকল্পনার কথা জানিয়েছে। সংস্থাটি চাচ্ছে, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশে দ্রুত এবং সমতাভিত্তিক টিকা বিতরণ। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং এক বিবৃতিতে বলেছেন, টিকা উৎপাদনকারী ও নিয়ন্ত্রণকারী দু'পক্ষেরই একটা গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। তাদেরকে অবশ্যই সমতার ভিত্তিতে এবং কার্যকরভাবে টিকা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া প্যাসিফিক অঞ্চলে টিকাদান কর্মসূচিতে এগিয়ে রয়েছে। তারা নয়শো কোটি ডলারের উদ্যোগ নিয়েছে। এটার নাম দেয়া হয়েছে এশিয়া প্যাসিফিক ভ্যাক্সিনেশন এক্সেস ফ্যাসিলিটি। আর এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে, ভাইরাসের সংক্রমণের চেইন ভেঙ্গে দেয়া। মানুষের জীবন রক্ষা করা। এবং অর্থনীতিকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বৈঠকে মিলিত হয়ে বলেছে, আশংকা রয়েছে দরিদ্র দেশগুলো টিকা পাবে কিনা। ড. ক্ষেত্রপাল সিং এ প্রসঙ্গে বলেন, এই অঞ্চলের সব দেশই উন্নয়নশীল। তারা বিশ্বের সবচেয়ে বেশি টিকা প্রস্তুতকারকদের মধ্যে রয়েছে। আশা করা যায়, এই অঞ্চলে প্রস্তুতকৃত টিকা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের ওপর প্রয়োগ করা হবে।

ওদিকে করোনা ভাইরাসে গত একদিনে ৩৪ জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যু দাঁড়ালো সাত হাজার দুই জনে। এসময় সংক্রমিত হয়েছেন এক হাজার ৩২৯ জন। সবমিলিয়ে শনাক্ত হয়েছেন চার লাখ ৭৯ হাজার ১৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ১৭ হাজার ৫০৩ জন।

please wait

No media source currently available

0:00 0:01:29 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG