অ্যাকসেসিবিলিটি লিংক

এডিস মশা দ্রুত বৃদ্ধির কারণে বাংলাদেশে বিশেষজ্ঞের দল পাঠাচ্ছে জাতিসংঘ


এডিস মশা দ্রুত বৃদ্ধির কারণে ডেঙ্গুর ব্যাপক বিস্তারের প্রেক্ষাপটে জাতিসংঘ বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর কথা জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার ৩ জন বিশেষজ্ঞের সমন্বয়ে জাতিসংঘের ওই দলটি ঢাকায় আসবে বুধবার এবং থাকবে শুক্রবার পর্যন্ত। ঢাকায় পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জাতিসংঘকে অনুরোধের পরিপ্রেক্ষিতে এই বিশেষজ্ঞ দল ঢাকায় আসছে। বিশেষজ্ঞ দলটি পরিবেশবান্ধব পদ্ধতি ও ওষুধ ব্যবহারের মাধ্যমে দীর্ঘমেয়াদী ভিত্তিতে কিভাবে এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ ও নিধন করা যাবে তার সম্ভাব্যতা যাচাই-বাছাই করবে।
এদিকে, বাংলাদেশের হাইকোর্ট মঙ্গলবার ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করেছে। দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুন ওষুধ ছিটানো শুরু হয়েছে।

ঢাকা সংবাদদাতা আমীর খসরু জানাচ্ছেন বিস্তারিত।

please wait
Embed

No media source currently available

0:00 0:00:58 0:00


XS
SM
MD
LG