অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তার অর্থ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা বৃদ্ধি নয়, পুরো বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ইইউ রাষ্ট্রদূত


ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদো গুলশান হামলার পরে কূটনৈতিক পাড়ায় সরকার গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেছেন, তবে এখনো সতর্ক থাকতে হবে। রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তার অর্থ কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা বৃদ্ধি বা নিয়ে ভাবনাই শুধু নয়, পুরো দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লক্ষ্যে আইন-শৃংখলা রক্ষাবাহিনীই যথেষ্ট নয়, বাক-স্বাধীনতা এবং কার্যকর সুশীল সমাজের ভূমিকা থাকাসহ সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

রাষ্ট্রদূত ঢাকায় সাংবাদিকদের এক অনুষ্ঠানে বলেন, আগামী ডিসেম্বর ব্রাসেলসে অনুষ্ঠেয় বাংলাদেশ-ইইউ যৌথ কমিশনের বৈঠকে বাংলাদেশের নির্বাচন কমিশনের পুর্নগঠনের বিষয় নিয়ে আলোচনা হবে

এদিকে, পার্বত্য খাগড়াছড়িতে একটি আদালত নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহেদিন বাংলাদেশ বা জেএমবি জন সদস্যকে বিস্ফোরক আইনের মামলায় ১০ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছে। ঢাকা থেকে আমীর খসরু।




XS
SM
MD
LG