তারুণ্য শক্তি যে উগ্রবাদী অপশক্তির শরণাপন্ন হচ্ছে বার বার সে কথাটি আমরা বলছিলাম এর আগের আলোচনাগুলোতেও । তরুণের স্বপ্ন বিলাসী মনে এক অদ্ভূত জাদুকরী প্রভাব বিস্তার করে , এক অলৌকিক ভবিষ্যতের কথা বলে উগ্রবাদিরা তাদের বার বার প্রলুব্ধ করে। মধ্য যুগীয় ধারণাকে তারা এ যুগেও নিয়ে আসতে চায় এবং সে জন্য তারা আধুনিক যুগের বৈদ্যুতিন সব সুবিধাকে ব্যবহার করে, ইচ্ছে মতো। ১৯৯০ এর দশকের পর থেকে পরবর্তী দু দশক তরুণ সম্প্রদায় যে শুণ্যতায় বাস করে , তার কারণেই এক ধরণের মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠে।
মুক্ত ভাবে কথা বলার অভাবের কারণেই ধর্মসহ অন্যান্য অনেক বিষয়ে তরুণ সমাজ বিভ্রান্ত হয়ে পড়ে। ইহলোকিক চাহিদার সঙ্গে পারলোকিক বিশ্বাসের সংঘাতটা যখন তীব্র হয় এবং যখন ইহলৌকিক চাহিদা পুরণ হতে পারে না , তখন পারলৌকিক স্বপ্নের ঘোরেই সংঘাতটা হয়ে পড়ে প্রধান। এই বিভ্রান্তি দূর করার জন্য শিক্ষার যে প্রয়োজন সে কথা বলাই বাহুল্য।