অ্যাকসেসিবিলিটি লিংক

পঞ্চম দিনে বিশ্বকাপ


বিশ্বকাপ ফুটবলে ড্র-র ছড়াছড়ি। নিউজিল্যাণ্ড আর স্লোভাকিয়ার ম্যাচ ১-১ গোলে ড্র হলো, ওদিকে পর্তুগাল আর আইভরি কোস্টের খেলা গোলশূণ্যভাবে ড্র হলো। পর্তূগাল আর আইভরি কোস্টের ম্যাচে আগ্রহ ছিল বেশী – এতে ছিল দুই তারকার লড়াই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর ডিডিয়ার ড্রোগবার মধ্যে পাল্লা। ড্রোগবা কিছু জখমের কারণে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। কিন্তু রোনাল্ডো ২ বার সুযোগ পেলেও তুখোড় গোলরক্ষক তা রুখে দেন। মতিউর রহমান চৌধুরী জানালেন, ফুটবলের রাজা পেলে বলেছেন – ‘পর্তুগালের খেলা দেখে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারিনি। আশা করা গিয়েছিল যে, পর্তুগাল আরও ভাল খেলবে’।

ওদিকে ব্রাজিলের প্রশিক্ষণ – অনুশীলন দেখার সুযোগ পায়নি কেউই। পঞ্চম দিনের আকর্ষণীয় ম্যাচ ব্রাজিলের সঙ্গে উত্তর কোরিয়ার খেলাটি। দিলু খোন্দকার জানালেন এখন সেখানে প্রচণ্ড ঠাণ্ডা। সারা স্টেডিয়াম জুড়ে ব্রাজিলের সমর্থনে – সাম্বার উত্সবে মেতে রয়েছে সবাই। ব্রাজিলের আত্মবিশ্বাস আবার তারা বিশ্বকাপ শিরোপা জিতবে। ইটালী - পারাগুয়ের ম্যাচে মনে হয়, ইটালীর খেলোয়াড়দের বয়স কিছুটা প্রভাব ফেলেছে। ইটালীর এবারের দল – নবীন আর প্রবীনের সমাহার।

XS
SM
MD
LG