অ্যাকসেসিবিলিটি লিংক

পয়েন্ট তালিকায় ব্রাজিল এখন তিন পয়েন্ট পেয়ে গ্রুপে শীর্ষে রয়েছে


ইটালী আর নিউজিল্যান্ডের খেলা
ইটালী আর নিউজিল্যান্ডের খেলা

রবিবার মোট তিনটি খেলার মধ্যে দুটি খেলা এরই মধ্যে শেষ হয়েছে। দুটো খেলাই ছিল গ্রুপ এফ-এ‘র প্রথম খেলাটিতে ২-০ গোলে প্যারাগুয়ে জয়ী হয়েছে স্লোভেকিয়ার বিরুদ্ধে আর দ্বিতীয় খেলাটি নিউজিল্যান্ড এবং ইটালির মধ্যে ড্র হয়ে গেল। বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার দিলু খন্দকার তাঁর বিশ্লেষণে আমাদের বললেন - নিউজিল্যান্ড যে খেলার প্রায় প্রথম দিকেই ইটালিকে একটা গোল দিল সেটা ছিল দর্শকদের জন্যে বিস্ময়কর ব্যাপার। আর প্রথম যে খেলায় প্যারাগুয়ে জয়ী হলো, সে সম্পর্কে দিলু খন্দকার মনে করেন যে প্যারাগুয়ে এরই মধ্যে তার গ্রুপে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে গ্রুপ জি‘র - ব্রাজিলের সঙ্গে আইভরি কোস্টের প্রতিদ্বন্দ্তা হবে। পয়েন্ট তালিকায় ব্রাজিল এখন তিন পয়েন্ট পেয়ে গ্রুপে শীর্ষে রয়েছে। আইভরি কোস্ট এবং পর্তুগাল প্রত্যেকেই পেয়েছে এক পয়েন্ট করে। উত্তর কোরিয়া রয়েছে পয়েন্টের তালিকায় সর্বনিম্নে। আর গ্রপ এফ-এ পয়েন্টের শীর্ষ তালিকায় রয়েছে প্যারাগুয়ে পেয়েছে ৪ পয়েন্ট। নিউজিল্যান্ড ও ইটালি পেয়েছে ২ পয়েন্ট করে এবং স্লোভেকিয়া এক পয়েন্ট পেয়ে রয়েছে সর্ব নিম্নে।

XS
SM
MD
LG