অ্যাকসেসিবিলিটি লিংক

ঘূর্ণিঝড় "হানা" তছনছ করেছে টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় উপকূল 


ঘূর্ণিঝড় "হানা" তছনছ করেছে টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় উপকূল

রবিবার ভোরে ক্যাটেগরি ওয়ান ঘূর্ণিঝড়, "হানা" টেক্সাসের পাদ্রে দীপাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হানে ; যার ফলে সেখানে ভারী বর্ষণ শুরু হয় এবং সম্ভব্য বন্যার আশংকা দেখা দিয়েছে I উপকূলে আঘাত হবার পর, তা গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নেয়, যার কেন্দ্রবিন্দু ছিল টেক্সাসের মক্যালেন শহর I
টেক্সাসের গভর্নর, গ্রেগ এবোট বলেছেন, এই ঘূর্ণিঝড় আমাদের কাছে এক বিরাট চ্যালেঞ্জস্বরূপ,কারণ এই অঞ্চলটি ইতিমধ্যে করোনা সংক্রমণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে I

XS
SM
MD
LG