অ্যাকসেসিবিলিটি লিংক

গুজরাটে বিদেশিদের জন্য নির্বাচনী ভ্রমণ প্যাকেজ


ভারতের ভোটের বাজারে এখন গুজরাটে বিদেশিদের জন্য নির্বাচনী ভ্রমণ প্যাকেজ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।

ভারতের মতো বিশাল একটা দেশে যেখানে জনসংখ্যা তো বটেই, শুধুমাত্র ভোটদাতাদের সংখ্যাই ১৪ কোটি ২২ লক্ষ, সেখানে সাধারণ নির্বাচনের মতো একটা বিপুল আয়োজন কীভাবে সম্ভব, বিদেশিদের মধ্যে অনেকেই তা জানতে আগ্রহী। তাঁদের সেই আগ্রহকে কাজে লাগিয়ে গুজরাটের বেশ কিছু ট্রাভেল এজেন্সি এক ধরনের বিশেষ ভ্রমণ সূচি তৈরি করেছে, নাম দেওয়া হয়েছে নির্বাচনী ভ্রমণ।

এরা নির্বাচনের প্রচার থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত কয়েকজন করে বিদেশি পর্যটককে গোটা প্রক্রিয়াটা ঘুরিয়ে দেখায়। তাতে বিভিন্ন জায়গায় নানা দলের প্রার্থীর সঙ্গে দেখা করে কথা বলা, ইচ্ছে করলে প্রচারের সময় তাঁদের সঙ্গী হওয়া, ভোটারদের সঙ্গে কথা বলা, ইত্যাদি সব রকম ব্যবস্থাই থাকে। ছ'দিনের জন্য খরচ ৪০ হাজার টাকা, দু'সপ্তাহের প্যাকেজ দেড় লাখ টাকা।

এবার গুজরাটের ২৬টি লোকসভা কেন্দ্রে একদিনই ভোট, আগামী ২৩শে এপ্রিল। এই ভ্রমণও সেদিনই শেষ। এটা শুরু হয়েছিল ২০১৪ সালের সাধারণ নির্বাচনের সময়। সেবার ১৮শো বিদেশি এসেছিলেন। এবার ট্যুর অপারেটররা আশা করছেন সংখ্যাটা বেড়ে আড়াই হাজার হবে।

please wait

No media source currently available

0:00 0:01:06 0:00

XS
SM
MD
LG