অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়াচ্ছেন তৃণমূল ও বিজেপি সমর্থকরা


গত ২৩শে মে ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটের ফলাফলপ্রকাশ পেতেই পশ্চিমবঙ্গ জুড়ে বাড়ছে হিংসার ঘটনা। বিভিন্ন জায়গায় গন্ডগোলে জড়িয়ে পড়ছে তৃণমূল ও বিজেপি সমর্থকরা। প্রশাসনের তরফে হিংসাআটকানোর চেষ্টা হলেও সবক্ষেত্রে সম্ভব হয়নি। বাধ্য হয়ে রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আজ শনিবারই এক বিবৃতি প্রকাশ করে এই আবেদন জানান তিনি।

লোকসভা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে রাজভবন থেকে ঐ বিবৃতি প্রকাশ করা হয়। তাতে আবেদন করা হয়েছে, রাজ্যের ঐতিহ্য ও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একমাত্র তবেই রাজ্যের উন্নয়ন সম্ভব হবে। প্রসঙ্গত বলা যেতে পারে ভোটগ্রহণের পর থেকে উত্তেজনা বাড়ছিল রাজ্যের বিভিন্ন জায়গায়। আর ফলাফল প্রকাশের পর থেকেই ঘটতে থাকে সংঘর্ষের ঘটনা। জলপাইগুড়ি, নদিয়া, ভাঙড়, কোচবিহার, মেদিনীপুর ও ঝাড়গ্রাম-সহ একাধিক জায়গায় বিজেপি'র বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস দখল করার অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করার পাশাপাশি তাদের বাড়িতে হামলা চালানোরও অভিযোগ ওঠে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের তরফে এই ধরনের হিংসার ঘটনায় দলের সমর্থন নেই বলেও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG