অ্যাকসেসিবিলিটি লিংক

লন্ডনে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বৈঠক করেছেন


লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ সরকার প্রধানদের শীর্ষ বৈঠকের পার্শ্ব বৈঠক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। শহীদুল হক বলেন, তার ভাষায়, রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারত তার অবস্থানের অনেক পরিবর্তন করেছে-যা আমাদের চিন্তার কাছাকাছি। ভারত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করছে। তবে এ প্রসঙ্গে তিনি আর বিস্তারিত কিছুই জানাননি। শহীদুল হক সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নিয়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন। তিস্তা নদীর পানি ইস্যু নিয়ে হাসিনা-নরেন্দ্র মোদী বৈঠকে আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নে বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপাক্ষিক সব বিষয়েই আলোচনা হয়েছে। এদিকে, দুই প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে ভারতীয় পররাষ্ট্র দফতরের মুখপাত্র এক টুইট বার্তায় দুই প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG