অ্যাকসেসিবিলিটি লিংক

চিটফান্ড কেলেঙ্কারির জন্য দায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়: নরেন্দ্র মোদি


কোচ বিহারের রাসমেলার ময়দান থেকে ভারতীয় জনতা পার্টি বিজেপির নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নির্বাচনী ভাষণে পশ্চিমবঙ্গের চিটফান্ড কেলেঙ্কারিকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই কেলেঙ্কারির জন্য দায়ী করলেন ।

নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী বলেন, "মা সারদাকে সারা দেশ পুজো করে। কিন্তু, দিদি বাংলায় সারদা কেলেঙ্কারি দিয়েছেন। নারদ মুনি ত্রিভুবনে পরিচিত। বাংলায় তাঁর পরিচিতি কেলেঙ্কারিতে। Rose বললে মানুষ ফুলের কথা মনে করে, কিন্তু এখানে Rose মানে কাঁটা।"সেই সঙ্গে নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন "দিদি ও তাঁর সঙ্গী-সাথীরা মিলে সারদা, রোজভ্যালির সব টাকা লুঠ করেছে।"এদিন কোচবিহারের জন সভায় নরেন্দ্র মোদী আশ্বাস দেন, "চৌকিদার ফের সরকারে এলে তোলাবাজি, গুন্ডাগিরি সব বন্ধ হয়ে যাবে।"তিনি বলেন, "সারদা-নারদার টাকা কার সিন্দুকে? পাই পাই হিসেব বুঝে নেবে এই চৌকিদার।"যাঁর পকেটে চিটফান্ডের টাকা গিয়েছে, চৌকিদার তা ঠিক বের করে আনবেন" বলে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে গত ৩১ বছর পর দেশের কোন প্রধানমন্ত্রী কোচবিহার জেলায় গেলেন।

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG