আফজল গুরুর ফাঁসি নিয়ে প্রশ্ন তুলে এক আলোচনা সভার আয়োজন করে নতুন দিল্লীর জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় জে এন ইউ'র ছাত্র সংসদ। তারই জেরে ছাত্র সংসদ সভাপতি কানহাইয়া কুমারকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
এই ঘটনার পরই গোটা দেশে প্রতিবাদের ঝড় বইতে শুরু করে। এবার সেই প্রতিবাদে সামিল হতে চলেছে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন গুলি। আগামী কালই তারা কলকাতার ভারত সভা হলে আয়োজন করেছে প্রতিবাদ সভা।
মানবাধিকার কর্মী সুজাত ভদ্র এ প্রসঙ্গে বলেছেন সবটাই হচ্ছে আর এস এস নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকারের নির্দেশে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।