অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে এনআরসি বিজেপি’র প্রচারের অন্যতম ইস্যু হবে: অমিত শাহ্


এরআরসি ইস্যুকে হাতিয়ার করেই বিজেপি আগামী দিনে বাংলার মসনদ দখল করতে চাইছে। এমন সম্ভাবনাই প্রবল বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি'র সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ যেভাবে বাংলার প্রসঙ্গে বলার সময় জোরালোভাবে এনআরসি ইস্যুকে সামনে তুলে ধরেছেন তাতে রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি যে বিজেপি'র প্রচারের অন্যতম ইস্যু হবে, সেই বার্তাই মিলছে বলে খবর।

দেশের এক জাতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় এনআরসি সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে অমিত শাহ্ বলেন, “বাংলায় এনআরসি'র কথা বলবোই। আগামী নির্বাচনে বাংলায় এনআরসি অবশ্যই একটা ইস্যু। বাংলায় এবারের নির্বাচনেও এনআরসি ইস্যু ছিল।”

লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপি যে সাফল্য লাভ করেছে তার পিছনে অন্য বিষয়ের পাশাপাশি এনআরসিও ছিল বলে অমিত শাহ্ মন্তব্য করেছেন। বাংলায় যে তাঁরা আগামী দিনে ক্ষমতা দখল করবেন একথা বেশ কিছুদিন আগে থেকেই বলে আসছেনঅমিত শাহ্। সংশ্লিষ্ট সাক্ষাৎকারে তাঁর মুখে সেই একই কথার পুনরাবৃত্তি শোনা গেল বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00


XS
SM
MD
LG