অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান থেকে সমুদ্রের নিচে দিয়ে পাইপলাইনের সাহায্যে গ্যাস আনবে ভারত


ইরান থেকে সমুদ্রের নিচে দিয়ে ভারত পর্যন্ত গ্যাস আমদানির পাইপলাইন বসানোর প্রকল্প নিয়ে আলোচনা চলছে। ভারত এর আগেও ইরান ও মধ্য এশিয়া থেকে গ্যাস আমদানির জন্য পাকিস্তানের স্থলপথ দিয়ে পাইপলাইন বসানোর কথা চিন্তা করেছিল। কিন্তু ঐদেশের রাজনৈতিক অনিশ্চয়তা ও ভারতের সঙ্গে সম্পর্কের ওঠানামার কারণে সেই প্রস্তাব পরিত্যক্ত হয়।

কঠিন হলেও একমাত্র বিকল্প হল, সমুদ্রের নিচে দিয়ে পাইপলাইন নির্মাণ। এ ক্ষেত্রে ইরান উপকূল থেকে শুরু করে ওমান সাগর ও ভারত মহাসাগর হয়ে দেশের গুজরাট উপকূলে ঢুকবে এই পাইপলাইন। এই ১,৪০০ কিলোমিটার দীর্ঘ লাইন দিয়ে প্রতি দিন সাড়ে ৩১ মিলিয়ন ঘন মিটার গ্যাস ভারতে আসতে পারবে।

প্রস্তাবিত প্রকল্প বাবদ ব্যয় হবে সাড়ে চার বিলিয়ন ডলার। সময় দরকার দু বছর। নির্মাণের দায়িত্ব পেতে পারে দিল্লির সাউথ এশিয়া গ্যাস এন্টারপ্রাইজ সংস্থা। দিল্লিতে এক আন্তর্জাতিক সম্মেলনে এই খবর জানিয়েছেন ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির শীর্ষ কর্তা আলি রেজা কামোলি।

এত দিন ইরানের ওপর আর্ন্তজাতিক নিষেধাজ্ঞার কারণে সে দেশের সঙ্গে গ্যাস আমদানি নিয়ে কথা এগোতে পারছিল না ভারত।

XS
SM
MD
LG