অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা কেন্দ্রের প্রত্যেকটিতে প্রার্থী দেবে কংগ্রেস


উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির নির্বাচনী জোট গঠনের একদিন পরে আজ কংগ্রেস ঘোষণা করেছে, ওই রাজ্যের ৮০টি লোকসভা কেন্দ্রের প্রত্যেকটিতে তারা প্রার্থী দেবে।

উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ রবিবার জানান, এসপি আর বিএসপি কংগ্রেসকে জোটে না নেওয়ায় একদিক থেকে ভালোই হয়েছে, কারণ জোটে থাকলে কংগ্রেস বড়জোর ২৫টা আসনে লড়াইয়ের সুযোগ পেতো, এখন ৮০টাতেই তারা লড়তে পারবে। আজাদ জোর দিয়ে বলেন, বিগত নির্বাচনের তুলনায় এবার কংগ্রেস তার আসন সংখ্যা দ্বিগুণ করে ফেলবে। গতবার তারা পেয়েছিল ২১টি আসন। তবে আজাদ এখনও জোট বাঁধার সম্ভাবনা জিইয়ে রেখে বলেছেন, যোগ্য কোনও দল যদি বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসের হাত ধরতে চায়, তাদের জায়গা দেওয়া হবে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও একই কথা বলেছেন। ওঁদের বক্তব্যে একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে, বিএসপি-এসপি'র সঙ্গে এই মুহূর্তে জোট না হলেও উভয়ের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে। ভারতের সবচেয়ে বড় এবং রাজনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য থেকে বিজেপিকে হঠাতে নিজেদের বোঝাপড়া থাকার প্রয়োজনীয়তা সহজবোধ্য। আর সেটা বুঝতে পেরেই বিজেপি বেশ উদ্বিগ্ন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG