অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রী একজন মহিলাকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, মন্ত্রী পরিষদে রদবদল করেছেন


India's ruling Bharatiya Janata Party (BJP) politician and member of parliament Nirmala Sitharaman takes the oath during the swearing-in ceremony of new ministers at the Presidential Palace in New Delhi, Sept. 3, 2017.
India's ruling Bharatiya Janata Party (BJP) politician and member of parliament Nirmala Sitharaman takes the oath during the swearing-in ceremony of new ministers at the Presidential Palace in New Delhi, Sept. 3, 2017.

রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে একজন মহিলাকে নিয়োগ করেছেন। নির্বাচনের সময় তিনি যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষার লক্ষ্যে তিনি মন্ত্রী পরিষদে রদবদল করলেন। দেড় বছর পর ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

৩৫ বছরে এই প্রথম এক মহিলা গুরুত্বপূর্ণ ওই মন্ত্রণালয়ের দায়িত্বভার নিচ্ছেন। এর আগে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইন্দিরা গান্ধী তার হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় রেখেছিলেন।

৫৮ বছর বয়সী নির্মলা সীতারামন এর আগে বাণিজ্য ও শিল্প বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি এমন সময় এই দায়িত্ব হাতে নিলেন যখন চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG