অ্যাকসেসিবিলিটি লিংক

বিহারের সারন জেলার বানিয়াপুর গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণহানি


ফের গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণহানি৷ এবার ঘটনাস্থল বিহারের সারন জেলার বানিয়াপুর গ্রাম৷ একটি গাড়ি করে গরু নিয়ে যাওয়ার পথে গাড়িটি আটক করে জনা কয়েক দুষ্কৃতী৷ তিনজনকে ধরে মারধর চলে বলে অভিযোগ৷

জানা গেছে, তিন জন যুবক একটি ছোট গাড়ি করে গরু নিয়ে যাচ্ছিলেন৷ আজ ভারতীয় সময় ভোর সাড়ে চারটে নাগাদ বিহারের সারন জেলার বানিয়াপুর গ্রামদিয়ে গাড়িতে গরু-সহ তিনজনকে দেখে অবাক হয়ে যান স্থানীয়রা৷ রাস্তার মাঝে গাড়ি থামান তাঁরা৷ গাড়ির ভিতরে থাকা গরুর মালিকানা নিয়ে প্রশ্ন করা হয় তাঁদের৷ স্থানীয়দের দাবি, গরুটি আদৌ কার, সেই প্রশ্নের নাকি যথাযথ উত্তর দিতে পারেননি তিন যুবক৷ অভিযোগ, উত্তরে অসঙ্গতি পেয়েই গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আনা হয় তাঁদের৷ কমপক্ষে জনা পঞ্চাশ গ্রামবাসী তাঁদের ঘিরে ধরে৷ গরু চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় তিনজনকে৷ অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন প্রত্যেকে৷ পরিস্থিতি বেগতিক বুঝে গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তার বেশ কিছুক্ষণ পর অর্থাৎ সকাল হতেই ওই তিন যুবকের পরিজনরা ঘটনাস্থলে পৌঁছন৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ছাপরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে ততক্ষণে মারা গিয়েছেন প্রত্যেকেই৷ নিহতদের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে৷ উল্লেখ যেতে পারে দিনকয়েক ধরে বানিয়াপুর এলাকায় গরু চুরির মতো ঘটনা বেড়ে গিয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা দের ৷ তার জেরে ক্ষোভও বাড়ছিল গ্রামবাসীদের৷ ক্ষোভের বহিঃপ্রকাশেই মৃত্যু হয়েছে তিন যুবকের বলে খবর ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাকিদের খোঁজে চলছে তল্লাশি৷ শুধুমাত্র গুজবে কান দিয়ে গণপিটুনিতে প্রাণহানি রোধে সতর্কও দেশের প্রশাসন৷ তা সত্ত্বেও কেন একের পর এক জায়গায় এমন ঘটনা হচ্ছে তা নিয়েই ভাবাচ্ছে দেশের প্রশাসনকে।

please wait

No media source currently available

0:00 0:01:29 0:00

XS
SM
MD
LG