অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর প্রদেশের উঁচাহার তাপবিদ্যুত কেন্দ্রের দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে


Uttar Pradesh India
Uttar Pradesh India

উত্তর প্রদেশের উঁচাহার তাপবিদ্যুত কেন্দ্রের দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩০ ছাড়িয়ে গিয়েছে।আশঙ্কা, সংখ্যাটা বাড়তেও পারে। চিকিতসাধীন অনেকেরই শরীরের ৭০ শতাংশেরও বেশি পুড়ে গিয়েছে, এঁদের কি হবে? চিকিতসকেরা এঁদের সুস্থ হওয়া নিয়ে আশাবাদী নন। এই বিদ্যুতকেন্দ্রের মালিক দেশের সবচেয়ে বড় সরকারি বিদ্যুত কোম্পানি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি। মাত্র কয়েক সপ্তাহ আগেই এখানকারই একটি ২১০ মেগাওয়াট ক্ষমতার ইউনিট একটানা ৬৮৪ দিন বিদ্যুত উতপাদন করে রেকর্ড করেছে। কেন ঘটল এই দুর্ঘটনা - রক্ষণাবেক্ষণে ত্রুটি, না, অন্য কিছু। তদন্ত শেষ হবার পরে জবাব মিলবে। কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে গুজরাটে ছিলেন, দুর্ঘটনার খবর পেয়ে প্রচার বন্ধ রেখে বৃহস্পতিবার আহতদের দেখতে চলে আসেন।

এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG