অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতবাসীরাও এখন থেকে পাবেন স্বেচ্ছামৃত্যুর অধিকারঃ সুপ্রিম কোর্ট


ভারতবাসীরাও এখন থেকে পাবেন স্বেচ্ছামৃত্যুর অধিকার। শুক্রবার সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির এক বেঞ্চ সিদ্ধান্ত নিল, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কোনও মানুষ যদি আর বাঁচতে না চান, তাঁর নিকট আত্মীয়রা ও বিশেষজ্ঞ ডাক্তারেরাও স্বেচ্ছা মৃত্যুতে সম্মতি দেন, অসুস্থ ঐ মানুষটিকে মৃত্যুবরণ করতে দেওয়া হবে। আদালত ও চিকিৎসা শাস্ত্রের ভাষায় এ হল প্যাসিভ ইউথানেশিয়া। অর্থাৎ, এ ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে আর জীবনদায়ী চিকিতসা চালিয়ে গিয়ে মৃত্যু যন্ত্রণা দীর্ঘায়িত করা হবে না। কেবল ওষুধই নয়, প্রত্যাহার করে নেওয়া হবে জীবন রক্ষার যন্ত্রও। পৃথিবীর অল্প কয়েকটি দেশেই রয়েছে মৃত্যুর অধিকার। সেই তালিকায় যুক্ত হল ভারতও। কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছামৃত্যুর অধিকার চেয়ে যে আন্দোলন চালিয়ে যাচ্ছিল, অনেক বছরের চেষ্টায় তাতে স্বীকৃতি মিলল।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG