অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের অভ্যন্তরে ভারতের উগ্রবাদ বিরোধী অভিযান তাৎপর্যপূর্ণ : শাফকাত মুনির


সম্প্রতি সীমান্ত অতিক্রম করে ভারতীয় সৈন্যরা মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযান চালিয়েছে, সেটি দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে একটা বড় রকমের মোড় পরিবর্তন। জঙ্গি দমনের এই অভিযান সম্পর্কে মিয়ানমার যদিও অস্বীকৃতি জানিয়েছে , ভারত বলছে যে এই অভিযানে তারা বেশ ক জন জঙ্গিকে হত্যা করতে সমর্থ হয়েছে। এ নিয়েই ঢাকায় Bangladesh Institute of Peace & Security Studies ‘এই চিন্তক গোষ্ঠির Associate Research Fellow এবং নিরাপত্তা বিশ্লেষক শাফকাত মুনির ভয়েস অফ আমেরিকার আনিস আহমেদকে বলেন যে ভারতের এই অভিযান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল কারণ মণিপুরে অতি সম্প্রতি যে বিশাল জঙ্গি হামলা সংঘটিত হয় যাতে বিশ জনেরও বেশি ভারতীয় সৈন্য প্রাণ হারিয়েছিলেন । তার পরবতীতে এই অভিযান । তবে তিনি স্মরণ করিয়ে দেন যে এ ধরণের অভিযান আগে ও পরিচালিত হয়েছে যদি ও আগেকার অভিযানগুলো এ রকম প্রচার পায়নি। তিনি অবশ্য বলেন যে Counter Terrorism কিংবা Counter –insurgency দিক থেকে বিচার করলে এটি ছিল একটি সফল অভিযান।

please wait

No media source currently available

0:00 0:06:35 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG