অ্যাকসেসিবিলিটি লিংক

উগ্রবাদী সন্ত্রাস নিয়ে শাফকাত মুনিরের বিশ্লেষণ


সম্প্রতি শ্রীলংকায় উগ্রবাদি আক্রমণের যে ঘটনায় নিরীহ লোকজনের প্রাণহানি ঘটেছে , তা আবার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। বেশ কিছুদিন মনে হচ্ছিল, উগ্রবাদীরা বোধ হয় নিশ্চিহ্ন না হলেও নিস্তেজ হয়ে পড়েছে। কিন্তু শ্রীলংকার ঘটনায় আবারো প্রমাণিত হলো যে ধর্মের নামে উগ্রবাদীরা প্রায় সমান তৎপর। আর এর শিকার হচ্ছে গোটা মানবতা।

উগ্রবাদের, বিশেষ করে এ ক্ষেত্রে ধর্মীয় উগ্রবাদের প্রকৃতি ও প্রকাশ, স্থানীয় উগ্রবাদের সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসীদের সম্পৃক্তি, এ সব নিয়ে আলোচনার জন্য আজ ঢাকা থেকে আমাদের অতিথি বিশ্লেষক হচ্ছেন Bangladesh Institute of Peace & Security Studies ‘ এর আওতায় Bangladesh Center for Terrorism Research ‘এর প্রধান, শাফকাত মুনির ।

please wait

No media source currently available

0:00 0:11:23 0:00

XS
SM
MD
LG