অ্যাকসেসিবিলিটি লিংক

দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিচার শুরু


ইসরাইলের প্রধানমন্ত্রী সবেমাত্র কোয়ালিশন সরকারে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে ১৮মাসের কার্যভার শুরু করেছেন I তবে এরই মাঝে তাঁর জন্য বিপদ সংকেত বেজে উঠলো I রবিবার দুর্নীতির বিরুদ্ধে তাঁর বিচার শুরু হয়েছে I ইসরাইলের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি দায়িত্বে বহাল থাকা অবস্থায় ঘুষ গ্রহণ, দুর্নীতি ও আস্থা ভঙ্গের মতো অপরাধী অভিযোগের মুখোমুখি হচ্ছেন I

ডানপন্থী লিকুদ পার্টির প্রধান,বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন I অভাবনীয়ভাবে ৫ম বারের মতো তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন I

রবিবার তিনি আদালতে আসেননি, তবে জেরুসালেমের আদালত গত সপ্তাহে এই বলে আদেশ দেয় যে,তাঁর কোর্টে থাকা অপরিহার্য I

XS
SM
MD
LG