অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা সঙ্কটে আরব-ইসরায়েলি ডাক্তার ও নার্সদের অবদান


ইসরাইলে ৭সপ্তাহব্যাপী লক ডাউন সুফল বয়ে এনেছেI অন্যান্য দেশের মতো ইসরাইলেও সংক্রমণ ও মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য হারেI ৫০ লক্ষ জনগণের দেশ, ইসরাইলে মৃতের সংখ্যা ২৫০জনের কিছুটা অধিকI স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সংক্রমণের হার এখন কমছে দ্রুত হারেI

তবে এই কৃতিত্বের দাবিদার চিকিৎসা পেশায় নিয়োজিত আরব-ইসরায়েলি ডাক্তার ও নার্সরা, যারাই রয়েছেন করোনা মহামারীর সম্মুখ ভাগের সমরেI মহামারীর বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি সৈনিকেরা নয়, আরব ভাই বোনেরাই সংক্রমণের এই লড়াইয়ে সৈনিক রূপে আবির্ভুত হয়েছেনI

করোনা সঙ্কটে তাদের এই অবদান ইসরায়েলি সমাজে হয়তবা এক পরিবর্তন সূচিত করবেI

XS
SM
MD
LG