অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু-কাশ্মীরে দুই রাজনৈতিক কর্মীকে হত্যা


Jammu and Kashmir
Jammu and Kashmir

পুরভোটের একদিন আগেই জম্মু-কাশ্মীরকে উত্তপ্ত করে তুলতে এবং সেখানে ভয়ের সৃষ্টি করতে নামল উপত্যকার বুকে বেড়ে ওঠা জঙ্গি সংগঠনগুলি৷ শ্রীনগরে প্রকাশ্য রাস্তায় দুই রাজনৈতিক কর্মীকে হত্যা করল সন্ত্রাসীরা৷ গুরুতর জখম এক৷

মৃত দুই ব্যক্তি ও আহত ব্যক্তি ন্যাশনাল কনফারেন্সের সমর্থক বলে জানা গিয়েছে৷ সংবাদ সংস্থা সূত্রের খবর, গুলি লাগার পর গুরুতর জখম অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় কারফালি মহল্লার হাসপাতালে৷ সেখানেই দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক৷ তৃতীয় জনের চিকিৎসা চলছে৷ঘটনার নিন্দা করেছে রাজনৈতিক মহল৷ এই ঘটনাকে কালিমালিপ্ত দিন বলে উল্লেখ করেছেন পিডিপি প্রধান তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ একই ভাষায় সমালোচনা করেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা উমর আবদুল্লা৷ জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন তিনি৷ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করার জন্যই পুরভোটের একদিন আগে এমন ঘটনা ঘটানো হল বলে অভিযোগ করেছে বিজেপি৷ যদিও শীর্ষ আদালতে ঝুলে থাকা, সংবিধানের ৩৫ এ ধারার পক্ষে সওয়াল করে এই পুরভোট বয়কট করেছে পিডিপি ও এনসি৷ স্থানীয় পুরসভার নির্বাচন থেকে সরে থাকারও সিদ্ধান্ত নিয়েছে দুই রাজনৈতিক প্রতিপক্ষ৷ তাঁদের দাবি, সংবিধানের ৩৫ এ ধারা সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কেন্দ্র৷উল্লেখ করা যেতে পারে, জম্মু-কাশ্মীরের মানুষদের মনে আতঙ্কের সৃষ্টি করতে গত একমাস ধরেই ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনগুলি৷ হুমকি ভিডিও প্রকাশ করে তারা খুন করতে শুরু করে একের পর এক পুলিশের উচ্চপদস্থ কর্তাদের৷ হুঁশিয়ারির প্রভাব এতটাই প্রকট যে, গত কয়েকদিনে উপত্যকায় পুলিশের চাকরি থেকে পদত্যাগ করেছেন বহু উচ্চপদস্থ পুলিশকর্তা৷ সম্প্রতি ভারতীয় গোয়েন্দাদের কাছে এসেছে চাঞ্চল্যকর একটি কথোপকথন৷ যেখানে থেকে গোয়েন্দারা স্পষ্ট হয়েছেন যে, পুলিশ কর্তাদের খুনের সুপারি আসছে সরাসরি পাকিস্তান থেকে৷ পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতেই একের পর এক পুলিশ কর্তাদের খুন করছেন জঙ্গিরা বলেই খবর ৷

পরমাশিষ ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG