লিবিয়ার স্বীকৃত সরকারের সেনাবাহিনী বাণী ওয়ালিদ এয়ারপোর্ট দখল করার পর,পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতারের বাহিনী রাজধানী থেকে কিছুটা পিছু হটে আসে I
তারপর তারহুনা শহরটি, যা একদিন আগে বিদ্রোহীদের কবলে ছিল, তা তারা দখল করে অবস্থান মজবুত করে নেয় I মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি যুদ্ধবিরতির ডাক দিয়ে দুটি পক্ষকে সংযম প্রদর্শনের আওভান জানান I অন্যদিকে বিদ্রোহী বাহিনী সির্তে যাওয়ার পথে তুরস্কের ড্রোন দিয়ে তাদের ওপর হামলা চালানো হয় I
জেনারেল হাফতার মিশরের প্রেসিডেন্ট আল সিসি'র সঙ্গে বৈঠক শেষে তুরস্কের ভাড়াটে সেনাদের লিবিয়া ত্যাগ করতে চাপ দেবার জন্য প্রেসিডেন্ট আল সিসিকে অনুরোধ জানান I
অন্য এক খবরে বলা হয়েছে সংহতি সরকার প্রধান, ফয়েজ আল সাররাজ তুরস্কের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেছেন I তুরস্ক লিবিয়ায় ১০,০০০ ভাড়াটে সিরিয়া সেনাদের পাঠিয়েছে I